ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম: বকেয়া বেতনের দাবিতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় সড়ক অবরোধ করেছে সাদ মুসা লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার(২১ মার্চ) দুপুরে বটতল মাজার গেইট এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন উত্তর চট্টগ্রামের যাত্রীরা।

রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা এবং উত্তর চট্টগ্রামের কয়েকটি উপজেলা্য় যাতায়াতের এটিই প্রধান সড়ক।

পরে খবর পেয়ে পুলিশ মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মাসের(ফেব্রুয়ারি) বেতন এখনও পাননি তারা। মালিক পক্ষ বুধবার(২১ মার্চ) দেওয়ার কথা বলেছিল। কিন্তু কারখানায় গিয়ে শ্রমিকরা বেতন পাননি। তাই বকেয়া বেতনের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে মালিক পক্ষ বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা চলে যায়।

বায়েজিদ বোস্তামি থানার ওসি সাইরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ফেব্রুয়ারি মাসের বেতন না পেয়ে বিক্ষোভ করেছিল শ্রমিকরা। মালিক পক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেয়।

বাংলাদেশ সময়:১৭৫২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।