ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একদিনের জন্য শাটল ট্রেনের শিডিউল পরিবর্তন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
একদিনের জন্য শাটল ট্রেনের শিডিউল পরিবর্তন ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: একদিনের জন্য শাটল ট্রেনের শিডিউলে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেবল বুধবারের(২১ মার্চ) জন্য এ পরিবর্তন অানা হয়েছে। মঙ্গলবার(২০ মার্চ) বিকেলে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো.অালী অাজগর চৌধুরী।

তিনি জানান, শুধু বুধবারের জন্য শাটল ট্রেনের শিডিউলে পরিবর্তন অানা হয়েছে। তবে ডেমু ট্রেনের শিডিউল অপরিবর্তিত থাকবে।

২২ মার্চ(বৃহস্পতিবার) থেকে অাগের শিডিউলে শাটল ট্রেন চলাচল করবে।

বটতলী স্টেশন থেকে শাটল বিশ্ববিদ্যালয় অভিমুখে ছেড়ে যাবে সকাল ৮টা, ১১টা, দুপুর ২টা ৫০ মিনিটে, বিকেল ৫টা ২০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে।

বিশ্ববিদ্যালয় থেকে নগরীর অভিমুখে ছেড়ে যাবে সকাল ৯টা ২০ মিনিটে, দুপুর ১টা ৩০ মিনিটে, বিকেল ৪টা, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ও রাত ৯টা ৩০ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad