ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গার্মেন্টস এক্সেসরিজে অগ্নিকাণ্ডে, ক্ষতি ২ লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
গার্মেন্টস এক্সেসরিজে অগ্নিকাণ্ডে, ক্ষতি ২ লাখ টাকা

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানাধীন নুরুল আলম মাস্টার সড়কে একটি পাঁচতলা ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ ও চন্দনপুরা স্টেশন থেকে চারটি গাড়ি পাঠানো হয়।

আগুনে জাকির হোসেনের পাঁচতলা ভবনের দোতলার চারটি কক্ষে রাখা গার্মেন্টস এক্সেসরিজ (তৈরি পোশাক কারখানার উপকরণ) পুড়ে যায়। ফায়ার সার্ভিসের হিসাবে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
 

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮ 

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।