ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে হামলাকারীদের বহিষ্কারসহ আইনি ব্যবস্থা: উপাচার্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
চবিতে হামলাকারীদের বহিষ্কারসহ আইনি ব্যবস্থা: উপাচার্য বক্তব্য দেন চবি উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, কাউকে ভয় করি না, চিহ্নিতদের আগামী ২৬ তারিখ প্রক্টরিয়াল বডির রিপোর্ট পাওয়ার পর বহিস্কারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে উপাচার্য এ ঘোষণা দেন।

সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাবেক সভাপতি রিয়াজ হায়দার, মোস্তাক আহমেদ, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, মিন্টু চৌধুরী, অনিন্দ্য টিটু, উত্তম সেনগুপ্ত, হাসান শাহারিয়ার, আরিফুর সবুজ, পার্থ প্রতীম বিশ্বাস প্রমুখ।

সাংবাদিক নেতারা বলেন, চিহ্নিত অপরাধীদের বহিষ্কার ও আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে।

চবি প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে

চবিতে টেলিভিশনের গাড়ি ভাঙচুর, সাংবাদিক আহত

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।