ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাণীরহাট কলেজে মহান একুশের আলোচনা সভা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
রাণীরহাট কলেজে মহান একুশের আলোচনা সভা রাণীরহাট কলেজে মহান একুশের আলোচনা সভা

চট্টগ্রাম: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাঙ্গুনিয়া রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে প্রভাতফেরিতে কলেজের শহীদ বেদিতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়।

ভাষা আন্দোলনঃ মাতৃভাষা রক্ষা ও স্বাধীনতার দিকদর্শন শীর্ষক আলোচনা সভা কলেজের অধ্যক্ষ এম আহছানুল করিম পীরজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

একুশ উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মারক ‘বর্ণবার্তার’ মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান, র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে বই বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনেই বাংলাদেশের স্বাধীনতা বীজ রোপিত হয়। ভাষা আন্দোলনই স্বাধীনতার পটভূমি।

ছাত্রছাত্রীদের মহান একুশের তাৎপর্য তুলে ধরেন এবং মেধা ও মননে তা লালন করার পরামর্শ দেন তিনি।  

বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা মাতৃভাষা অর্জনের সুফল তুলে ধরে বলেন, এখনো অনেক দেশে তাদের নিজস্ব ভাষা নেই। অনেক ভাষার লিখিত রুপ নেই। সেই দিক থেকে স্বকীয় জাতি হিসেবে বাঙালির আত্নপরিচয় অনেক গর্বের।

জাতিসত্তা টিকিয়ে রাখতে মাতৃভাষা চর্চার উপর গুরুত্বারোপ করে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।