ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রলীগের সংঘর্ষ থামাতে টিয়ারশেল, পুলিশসহ আহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
ছাত্রলীগের সংঘর্ষ থামাতে টিয়ারশেল, পুলিশসহ আহত ৫ ছাত্রলীগের সংঘর্ষ থামাতে টিয়ারশেল, পুলিশসহ আহত ৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের প্রথম দফায় দফায় সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের এক নায়েকসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। চলমান সংঘর্ষ থামাতে ৩-৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ অবস্থায় চবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে প্রথম দফা সংঘর্ষ হয়। এতে দু'জন আহত হন।

পরে দুই ঘণ্টা শান্ত থাকার পর বিকেল পাঁচটার দিকে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষ থামাতে শাহ জালাল ও শাহ আমানত হলে ৩-৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে।

সন্ধ্যা ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত দু'গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে।

চবি ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের অনুসারীদের মধ্যে চলামান সংঘর্ষে প্রত্যক্ষদর্শী কয়েকজন গুলির আওয়াজ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। তবে পুলিশ গুলির শব্দের বিষয়টি অস্বীকার করেছে।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহসিন মিয়া বাংলানিউজকে বলেন, দু'গ্রুপের কর্মীরা ফের সংঘর্ষ থামাতে টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে। পুলিশের নায়েক মহিবুলসহ পাঁচজন আহত হয়েছে। দু'গ্রুপের নেতাকর্মীদের শাহ জালাল ও শাহ আমানত হলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে দু'গ্রুপই সেখান থেকে একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ করছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।