ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে বিএসসির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে বিএসসির শোক  সদ্য প্রয়াত বীর চট্টলার জনমানুষের নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি, রাজনীতিবিদ, সাবেক মেয়র, মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সংবাদ মাধ্যমেপাঠানো এক শোক বিবৃতিতে এ শোক জানান তিনি।  

শোক বাণীতে মন্ত্রী বলেন, রাজনীতি ও সমাজসেবায় অসামান্য অবদানের  জন্য চট্টগ্রামবাসী তাকে চট্টল বীর হিসেবে জানে।

এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রামসহ সারা দেশ ও জাতি আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ নেতাকে হারালো।  

‘তিনি বঙ্গবন্ধুর খুব কাছের আর আদরের ছাত্রনেতা ছিলেন।

মহিউদ্দিন চৌধুরীই একমাত্র নেতা ছিলেন যিনি চট্টগ্রামের স্বার্থে নিজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এ কারণে দলমত নির্বিশেষে চট্টগ্রামবাসীর কাছে জনপ্রিয় একজন নেতা ছিলেন। ’

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নুরুল ইসলাম বিএসসি তার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেছেন।  

বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জননেতা মহিউদ্দিন চৌধুরী।  

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।