ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে ইয়াবাসহ ২ নারী মাদক বিক্রেতা আটক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
কক্সবাজারে ইয়াবাসহ ২ নারী মাদক বিক্রেতা আটক আটক দুই নারী মাদক বিক্রেতা

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকার পূর্ব সিকদার পাড়া  থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফের হ্নীলা এলাকার পূর্ব সিকদারপাড়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন (২৫) ও একই গ্রামের ইউসুফের স্ত্রী জিনাত আরা জিনু (২২)।

র‌্যাব-৭ এর মেজর মো. রুহুল আমিন আভিযানিক দলের নেতৃত্ব দেন।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা এলাকার পূর্ব সিকদার পাড়ায় অভিযান চালিয়ে আটক দুই নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়।

এ সময় তাদের কাছে থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  

আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মিমতানুর।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।