ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুলার কেজি এখন ১৫ টাকা, ফুলকপি-বাঁধাকপি ২৫

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
মুলার কেজি এখন ১৫ টাকা, ফুলকপি-বাঁধাকপি ২৫ সবজি বাজার

চট্টগ্রাম: কয়েক সপ্তাহ আগেও কাঁচাবাজারে দাম বেশি থাকায় পাশ দিয়ে হাঁটাও যেত না।  সেই সবজির বাজারে ফিরে এসেছে এবার স্বস্তি।  মুলা কেজি  ১৫ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ২৫ ও বেগুন ৩০ টাকায় বিক্রি হচ্ছে।  ক্রেতারা বলছেন, এতো সস্তা দামে সবজি পাওয়া এই বছরে এটাই প্রথম। 

সরকারি চাকরিজীবী আবুল কাশেম। প্রতি সপ্তাহে একবার সবজি কিনতে চকবাজার কাঁচাবাজারে আসেন।

দরদাম করে- মুলা, বাধাঁকপি, ফুলকপি ও বেগুন কিনলেন।  

বাজারে সবজির দাম কেমন জানতে চাইলে তিনি অকপটে বলে দিলেন বলেন, ‘এই বছরে এতো কম দামে সবজি আর কখনও পাইনি।

সব সবজির দামই নাগালের মধ্যে। তাই এক সপ্তাহের বাজার করে ফেললাম। ’

শুক্রবার(৮ ডিসেম্বর) সকালে বাজার ঘুরে দেখা যায়, দেশি আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫ টাকা, ললিত আলু ১৫, মিষ্টি কুমড়া ৩০, বরবটি ৫০ টাকা, শিম ৫০, ঢেঁড়শ ৫০, তিতকরলা ৫০ ও মরিচ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কচুর ছড়া ৩০, শসা ৩৫ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে।

মাছ মাংসের দামও আগের চেয়ে কিছুটা কমেছে। বিক্রেতারা জানালেন, ১১০ টাকা দরে ব্রয়লার মুরগি কিনে ১১৫ টাকায় বিক্রি করছেন।

কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম ১১৫ ও দেশি মুরগি ৩৪৫ টাকায় বিক্রি হচ্ছে।   দেশি গরুর মাংস কেজিতে ৬০০ ও ছাগলের মাংস ৭০০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে প্রতিকেজি রুই মাছ ৩৫০ টাকা, সরপুঁটি ৩০০ টাকা, কাতলা ৩০০-৩৫০ টাকা, তেলাপিয়া ১২০-১৮০ ও লইট্টা মাছ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ৮ডিসেম্বর ২০১৭

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।