ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৪০ হাজার ইয়াবাসহ ৫ রোহিঙ্গা আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
৪০ হাজার ইয়াবাসহ ৫ রোহিঙ্গা আটক ৪০ হাজার ইয়াবাসহ ৫ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম: মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে কক্সবাজারে আসা রোহিঙ্গাদের গড়ে তোলা একটি সংঘবদ্ধ ইয়াবা চক্রের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  এদের মধ্যে পাঁচজনকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করেছে সংস্থাটি।

বুধবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজার থেকে তাদের আটক করা হয়েছে।

আটক পাঁচজন হলেন, নূরুল ইসলাম (২৫), রশিদ আহমেদ (২৭), বায়তুল্লাহ (৩০), আবুল হোসেন (৪০) এবং সিরাজুল ইসলাম (২৭)।

চট্টগ্রাম থেকে অভিযানে যাওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহম্মেদ বাংলানিউজকে বলেন, আটক ৫ রোহিঙ্গা টেকনাফে লেদা অস্থায়ী ক্যাম্পে বসবাস করেন।   তারা পাঁচজনই গত তিন মাসের মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছেন।

 

‘বাংলাদেশে প্রবেশের পর তারা কয়েকজন মিলে একটি সিন্ডিকেট করেছেন।   মিয়ানমার থেকে ইয়াবা এনে তারা বাংলাদেশের ভেতরে ছড়িয়ে দিচ্ছেন।   তাদের কাছ থেকে সিন্ডিকেটের অন্ত:ত ৩০ জনের নাম পেয়েছি।   তাদের আটকের চেষ্টা করছি। ’

আটক পাঁচজনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।