ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবা সেবনের সময় চবির ৪ ছাত্র অাটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
ইয়াবা সেবনের সময় চবির ৪ ছাত্র অাটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এএফ রহমান হলে ইয়াবা সেবনের সময় চার ছাত্রকে অাটক করেছে প্রশাসন। তাদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ওই হলের ৩২২ নম্বর কক্ষ থেকে নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের হিরক, নকিব, তন্ময় ও সাখাওয়াতকে আটক করা হয়।  
 
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তারা চারজনই একই বিভাগের সহপাঠী।
প্রায় সময় এএফ রহমান হলের ৩২২ নম্বর কক্ষে ইয়াবা ও গাঁজা সেবন করতেন। বুধবার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে গেলে সন্ধ্যার দিকে পুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়।
এ সময় সেবনরত অবস্থায় চারজনকে অাটক করা হয়।
 
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ বাংলানিউজকে বলেন, 'ইয়াবা সেবনের সময় চার ছাত্রকে অাটক করা হয়েছে। তাদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। '
 
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, 'মাদকদ্রব্য অাইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। '
 
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
জেইউ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad