ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৩৪৬ কেন্দ্রে পিইসি-ইবতেদায়ি পরীক্ষা চট্টগ্রামে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
৩৪৬ কেন্দ্রে পিইসি-ইবতেদায়ি পরীক্ষা চট্টগ্রামে পিইসি-ইবতেদায়ি পরীক্ষা শুরু। ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

চট্টগ্রাম: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নগরীসহ চট্টগ্রামের ২০ শিক্ষা থানার ৩৪৬টি কেন্দ্রে শুরু হয়েছে। রোববার (১৯ নভেম্বর) সকাল ১১টায় ইংরেজি বিষয়ের মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

এ বছর চট্টগ্রামের ২০ শিক্ষা থানার অধীনে ৩ হাজার ৭৯৪টি স্কুলের ১ লাখ ৫২ হাজার ৫৫২ জন খুদে পরীক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৭০ হাজার ৪৮৩ জন ছাত্র এবং ৮২ হাজার ৬৮ জন ছাত্রী রয়েছে।


প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর নগরীর ৬টিসহ চট্টগ্রামের ২০ শিক্ষা থানায় ৩৪৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৫২ হাজার ৫৫২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাহাড়তলী শিক্ষা থানার ১২৭টি স্কুলের ৮টি কেন্দ্রে ৬ হাজার ৮৫৮, ডবলমুরিংয়ের ২০২টি স্কুলের ৯টি কেন্দ্রে ১০ হাজার ৪, বন্দরের ১২৯টি স্কুলের ৬টি কেন্দ্রে ৭ হাজার ৪৭৪, পাঁচলাইশের ১৯০টি স্কুলের ১০টি কেন্দ্রে ৯ হাজার ৮৮, চান্দগাঁওয়ের ১৬৪টি স্কুলের ৯টি কেন্দ্রে ৮ হাজার ৭৩১, কোতোয়ালীর ১১২টি স্কুলের ৭টি কেন্দ্রে ৭ হাজার ৫২, বাঁশখালীর ২০৫টি স্কুলের ৩০টি কেন্দ্রে ৯ হাজার ৬২৭, রাউজানের ২৩৩টি ২৫টি কেন্দ্রে ৬ হাজার ৪৭০, সন্দ্বীপের ১৮৪টি স্কুলের ১৮টি কেন্দ্রে ৬ হাজার ৯১, ফটিকছড়ির ৩২০টি স্কুলের ৩৭টি কেন্দ্রের ১০ হাজার ৭৩৫, পটিয়ার ৩০৬টি স্কুলের ২৯টি কেন্দ্রের ১০ হাজার ৯৬৯, আনোয়ারার ১৬৩টি স্কুলের ১৪টি কেন্দ্রের ৬ হাজার ১৪২, বোয়ালখালীর ১৪৭টি স্কুলের ১৪টি কেন্দ্রের ৪ হাজার ৬৩৫, লোহাগাড়ার ১৪৩টি স্কুলের ১০টি কেন্দ্রে ৫ হাজার ৯৮৪, চন্দনাইশের ১২৪টি স্কুলের ১৬টি কেন্দ্রে ৪ হাজার ২৬৯, হাটহাজারীর ২৩৯টি স্কুলের ২০টি কেন্দ্রে ৮ হাজার ৫৪, রাঙ্গুনিয়ার ২১৭টি স্কুলের ১৮টি কেন্দ্রে ৭ হাজার ২৪, মিরসরাইয়ের ২৩২টি স্কুলের ১৮টি কেন্দ্রে ৭ হাজার ৪১৯ ও সীতাকুণ্ড থানার ১৭১টি স্কুলের ১২টি কেন্দ্রে ৮ হাজার ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

পিইসি পরীক্ষায় ব্যস্ত শিক্ষার্থীরা।  ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে পিইসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা সম্পাদনে প্রয়োজনীয় উদ্যোগ ও প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বাংলানিউজকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চট্টগ্রামের ২০ শিক্ষা থানায় এবার ৩ হাজার ৭৯৪টি স্কুলের ১ লাখ ৫২ হাজার ৫৫২ জন পিএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। যথারীতি এবারও পিইসিতে ছাত্রীর সংখ্যা বেশি। ২০ শিক্ষা থানার ৩৪৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব কেন্দ্রসচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশ্নফাঁস রোধে একাধিক প্রশ্নের সেটসহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

রোববার (১৯ নভেম্বর) ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৬ নভেম্বর গণিত বিষয়ের পরীক্ষা হবে।

এদিকে, নগরীর কোতোয়ালী থানার ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ডবলমুরিং থানার পোস্তারপাড় আছমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ আতাহার হোসেন, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক মোহাম্মদ সুলতান মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন সুলতানা।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এসবি/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad