ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ওজন বাড়াতে সারের সঙ্গে মাটির দানা ! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
ওজন বাড়াতে সারের সঙ্গে মাটির দানা ! 

চট্টগ্রাম: ছোট ছোট দানা মাটি মিশিয়ে সার বিক্রির সময় লাইন্সেসধারী ডিলারকে হাতেনাতে ধরলো ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে বোয়ালখালী পৌর সদরের মুরাদ মুন্সিরহাটে এ অভিযান চালানো হয়।

অভিযানে মো. হারুন (৩২) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা আফিয়া আখতার।

তিনি বাংলানিউজকে জানান, মেসার্স বশর এন্টারপ্রাইজ নামে একটি সার ডিলারের দোকানে অভিযান চালানো হয়েছে। অভিযানে গিয়ে দেখা যায়, ছোট ছোট মাটির দানাকে লাল রং মিশিয়ে সার রাখা হয়েছে।

পরে ভেজাল সার চিহ্নিত করে সার ডিলারের দোকানি মো. হারুনকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৮ বস্তা ভেজাল সার জব্দ করে ধবংস করা হয়েছে বলেও জানান তিনি।

অভিযানে বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. মঈন উদ্দিনও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এক্টাবর ১৬, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।