ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জামিনের প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়, নারী প্রতারক আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
জামিনের প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়, নারী প্রতারক আটক

চট্টগ্রাম: জামিন করানোর প্রতিশ্রুতি দিয়ে বিচারপ্রার্থীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় জরিনা বেগম (৪৬) নামে এক নারী প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

সোমবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবনের সামনে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ থেকে তাকে আটক করা হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সদস্য ও টাউট উচ্ছেদ কমিটির সদস্য অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ জিয়া তাকে হাতেনাতে আটক করেন।

  এরপর জরিনাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

কোতয়ালি থানার ডিউটি অফিসার এএসআই খালেদা নাসরিন বাংলানিউজকে বলেন, ইমতিয়াজ আহমেদ জিয়া এজাহারসহ প্রতারক জরিনাকে সন্ধ্যা ৬টার দিকে থানায় সোপর্দ করেছেন।

  মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

মঙ্গলবার জরিনাকে আদালতে হাজির করা হবে বলে তিনি ‍জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।