ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্র উদ্ধারের মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
অস্ত্র উদ্ধারের মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

চট্টগ্রাম: একটি একনলা বন্দুক উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় মাহবুবুল আলম প্রকাশ পুতুইল্যা নামে একজনকে ১০ বছরের সাজা দিয়েছেন আদালত। 

সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরুল ইসলাম এই রায় দিয়েছেন।

দণ্ডিত মাহবুবুল আলম ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার রতনপুর গ্রামের মৃক আব্দুল হাকিমের ছেলে।

    

অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট আবু জাফর বাংলানিউজকে জানিয়েছেন, ২০০৭ সালের ৮ নভেম্বর আসামির দেখানোমতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় জনৈক খায়রুল বশরের বাড়ির নিচতলার তিন নম্বর কক্ষ থেকে একটি একনলা বন্ধুক উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় ডবলমুরিং থানায় ‍দায়ের হওয়া মামলায় ওই বছরের ৯ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

২০১১ সালের ১৮ মার্চ অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় অভিযোগ গঠনের পর ছয়জনের সাক্ষ্য নেন আদালত।

জামিনে থাকা আসামি মাহবুবুল রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন।   পরে তাকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।