ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যাগের ভেতর পুরনো প্যান্ট, তাতে সাড়ে ১০ হাজার ইয়াবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
ব্যাগের ভেতর পুরনো প্যান্ট, তাতে সাড়ে ১০ হাজার ইয়াবা

চট্টগ্রাম: ব্যাগে থাকা জিন্সের প্যান্টের সঙ্গে জড়িয়ে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারের সময় পুলিশের কাছে ধরা পড়লো মো. মহিউদ্দিন (২০) নামে এক যুবক।

সোমবার (১৬ অক্টোবর) ভোরে নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মহিউদ্দিন কক্সবাজার জেলার টেকনাফের মধ্যম শীলবুনিয়াপাড়ার শামসুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. বেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা একটি বাস থেকে নতুন ব্রিজ এলাকায় নামেন এক যুবক। হাতে একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে ওই যুবক পায়ে হেঁটে পুলিশ বক্স অতিক্রম করার সময়, তার গতিবিধি পুলিশের সন্দেহজনক মনে হয়।

পরে তার শরীরে তল্লাশি চালানো হয়। এসময় তার ব্যাগে থাকে পুরনো একটি জিন্সের প্যান্টের ভিতরে ছোট ছোট প্যাকেট করে রাখা সাড়ে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবাসহ মহিউদ্দিন নামে ওই যুবককে বাকলিয়া থানায় নিয়ে আসা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।