ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, মরদেহের সংখ্যা বেড়ে ১১

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, মরদেহের সংখ্যা বেড়ে ১১ ফাইল ফটো

চট্টগ্রাম: কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  এ নিয়ে মোট ১১ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হলো।

সোমবার (১৬ অক্টোবর) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের ডাঙ্গারচরে মিয়ানমার থেকে আসা নৌকাটি ডুবে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় জেলেরা ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা শুরু করলে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে আরও দুজনের মরদেহ ভেসে আসে।   এরপর দুপুর ১টার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

টেকনাফ থানার ওসি মাঈনুদ্দিন খান বাংলানিউজকে জানান, এ পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  এর মধ্যে ৬ জন নারী, ৪ জন শিশু ও ১ জন পুরুষ।  এছাড়া ২২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, নৌকাটিতে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুসহ অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল।  প্রায় ৩০ জনের মতো নিখোঁজ থাকার আশংকা করছেন ওসি।

শাহপরীর দ্বীপ দিয়ে নৌকাবোঝাই রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের কথা ছিল বলে জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।