ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিইপিজেডের সি-টেক্সে আগুন, পাঁচ লাখ টাকার ক্ষতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
সিইপিজেডের সি-টেক্সে আগুন, পাঁচ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানাধীন সিইপিজেডের সি-টেক্স লিমিটেডে সুইং মেশিনের সংযোগ থেকে আগুন লেগেছে। সোমবার (০২ অক্টোবর) সকাল সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ বিভাগীয় কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বাংলানিউজকে জানান, সিইপিজেডের ৩ নম্বর সেক্টরের ৮-৯ নম্বর প্লটে এমএ সালামের মালিকানাধীন সি-টেক্স লিমিটেডের সুইং মেশিনের সংযোগ থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ইপিজেড ও বন্দর স্টেশন থেকে পাঁচটি গাড়ি পাঠানো হয়।

এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, অগ্নিকাণ্ডে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

     

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।