ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম নগরীতে এবার ৩৬৮ ঈদ জামাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
চট্টগ্রাম নগরীতে এবার ৩৬৮ ঈদ জামাত জমিয়াতুল ফালাহ্‌ জামে মসজিদ প্রাঙ্গণে ঈদ উল আজহার জামাত (ফাইল ছবি)

চট্টগ্রাম: এবার নগরীতে ছোট বড় ৩৬৮টি ঈদ উল আজহার জামাত হবে। এর মধ্যে ৩৭টি বড় ঈদ জামাত। এগুলোতে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা দেবে পুলিশ। সবমিলিয়ে সাদা পোশাকে ও পোশাকি ৬০০ পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

অন্যদিকে বাকি ৩৩১ টি ঈদ জামাতে পুলিশের মোবাইল ও পেট্রল টিম নিরাপত্তা দেবে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পশু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে বিফ্রিং করেন পুলিশ কমিশনার। এসময় তিনি এসব তথ্য দেন।
 

পুলিশ কমিশনার বলেন, জমিয়াতুল ফালাহ্‌ জামে মসজিদ, এম এ আজিজ স্টেডিয়াম, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও প্যরেড ময়দানসহ ৩৭টি বড় ঈদ জামাতে নগর পুলিশ কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা দেবে। অতিরিক্ত সাদা ও পোশাকি প্রায় ৬০০ পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। বাকি ৩৩১টি ঈদ জামাতে থানা ও ফাঁড়ির মোবাইল ও পেট্রল টহলের দায়িত্বে থাকা সদস্যরা নিরাপত্তা দেবেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।