ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের প্রস্তুতি সভা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের প্রস্তুতি সভা বক্তব্য দেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান

চট্টগ্রাম: আগামী ১-১০ মহরম ৩২তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল হবে চট্টগ্রামে। এ লক্ষ্যে শুক্রবার (১৮ আগস্ট) জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ কনফারেন্স হলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের প্রধান পৃষ্ঠপোষক, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে পরিষদের সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিনের সঞ্চালনায় শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করা হয়।  

সভায় উপস্থিত ছিলেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব মাওলানা কারি আবু তালেব মুহম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আব্দুল লতিফ, মোহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ খোরশেদুর রহমান, আব্দুল হাই মাছুম, মাওলানা জাফর উল্লাহ, সিরাজুল মোস্তফা, দিলশাদ আহমদ, এসএম সফি, মুহম্মদ সাখাওয়াত হোসেন, খোরশেদ আলী চৌধুরী, ফজলুল করিম সাহেদ প্রমুখ।

সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় আহলে বায়তে রাসূল (দ.) মহান আত্মত্যাগের মধ্য দিয়ে যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। ইসলামি আদর্শের বিস্তৃতি ও সম্প্রসারণে আহলে বায়তে রাসূল (দ.) এর এমন আত্মত্যাগ যুগে-যুগে নবী প্রেমিকদের প্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি বলেন, রাসূলের (দ.) প্রেমই হচ্ছে খোদা প্রাপ্তির পূর্বশর্ত। তাই নবী প্রেমে উজ্জীবিত হয়ে জমিয়তুল ফালাহ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ কর্তৃক আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে বিগত ৩১ বছর ধরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাহাদাতে কারবালা মাহফিল উদযাপিত হয়ে আসছে। যেটি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বকীয় এক অবস্থান সৃষ্টিতে সক্ষমতা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় এবারও এ মাহফিলে বিশ্বের বিভিন্ন ইসলামি স্কলারগণ আমন্ত্রিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।