ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

ভোরের বাতাসে | মৌসুমী মণ্ডল দেবনাথ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
ভোরের বাতাসে | মৌসুমী মণ্ডল দেবনাথ ভোরের বাতাসে

আজ ভোরের বাগানে ফুটেছে বিষণ্ন অভ্র ফুলেরা
কুয়াশা পালিয়ে গেছে বসন্ত শেষে জানালা খুলে

আমি মধুমাসের অরণ্যে এক নিয়ম ভাঙা অবুঝ কৃষ্ণমেঘ
ঝড়ের গায়ে লিখেছি মুকুল ঝরার বিষাদ হলুদগাথা
রোদফেরত যে পূরবী পাখিরা হারিয়েছে ডানার পালক
ভুলে গেছে যে নদীটি তার অভিসার, জলের ঢেউ,
যখন ফুটবে আকাশে তারা, ফিরে এসো জ্যোৎস্না প্রহরে
শিশির বোনা নরম মাঠে, ফড়িংয়ের মেরুন উড়ানে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।