ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

বগুড়ায় গুণী শিল্পীদের সম্মাননা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
বগুড়ায় গুণী শিল্পীদের সম্মাননা  ছবি: আরিফ জাহান

বগুড়া: নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বগুড়ায় জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে গুণী শিল্পীদের সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে জেলা শিল্পকলা মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।  
 
জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান।


 
অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম, জেলা কালচারাল অফিসার সাগর বসাক, কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাদেকুর রহমান সুজন প্রমুখ।
 
২০১৫ সালের সম্মাননা প্রাপ্তরা হলেন- নাট্যকলায় প্রীতিকণা সরকার, কন্ঠসংগীতে আব্দুল কাদের, যাত্রাশিল্পে আবুল কাশেম, ফটোগ্রাফিতে আবুল কালাম আজাদ (ঠান্ডা আজাদ), যন্ত্রসংগীতে নিতাই চন্দ্র দাস।
 
২০১৬ সালের সম্মাননা পেয়েছেন- নাট্যকলায় অ্যাডভোকেট সৈয়দ সুলতান আলম, কন্ঠসংগীতে আশরাফুল ইসলাম, লোকসংস্কৃতিতে শুকুমার চন্দ্র মহন্ত, যাত্রাশিল্পে আব্দুস জামান, চারুকলায় মমিনুল ইসলাম রেজা।
 
আর নাট্যকলায় তৌফিক হাসান ময়না, কন্ঠসংগীতে নুরুল ইসলাম, লোকসংস্কৃতিতে কফিল উদ্দিন শেখ, যাত্রাশিল্পে মমতা বেগম, আবৃত্তিতে শান্ত মাহমুদ ২০১৭ সালের জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা  পেয়েছেন।  
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীফ মজুমদার ও প্রিয়াংকা সেন। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।
 
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এমবিএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।