ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বইমেলা

বরিশালে কৈশোর-তারুণ্যের বইমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
বরিশালে কৈশোর-তারুণ্যের বইমেলা বরিশালে কৈশোর-তারুণ্যের বইমেলা

বরিশাল: বরিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘কৈশোর-তারুণ্যে বইমেলা’।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন কৈশোর-তারুণ্যের বই’র নির্বাহী কমিটির আহ্বায়ক তুষার আব্দুল্লাহ।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, কৈশোর-তারুণ্যকে জ্ঞান ও মননশীল পাঠে প্রণোদিত করতে শ্রেণিকক্ষের পাশে বইমেলায় নিয়ে যাওয়ার প্রত্যয়ে এ মেলার আয়োজন। পাশাপাশি যে বই আনন্দ যোগায় স্বপ্ন দেখায় সে ধরনের বই শিক্ষার্থীদের হাতের নাগালে নিয়ে যাওয়া মেলার উদ্দেশ্য। বই হলো সবচেয়ে বড় বন্ধু যার মধ্য দিয়ে তারুণ্য বিকশিত হবে।

এতে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম বদরুজ্জামান, কৈশোর তারুণ্যে বই সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ জাকির হোসেন প্রমুখ।

অনন্যা, প্রথমা, কাকলী প্রকাশনীসহ মোট ৮টি প্রকাশনী এ বইমেলায় অংশ নিয়েছে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমএস/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।