ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ২৩, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরও পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

জেলা সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ্ জানান, শনিবার (২৩ মে) দুপুরে ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে পাঁচজনের করোনা পজিটিভ এসেছে।

এর মধ্যে, নবীনগর উপজেলায় চারজন ও সরাইলে একজন।

জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯২ জন।  

খোঁজ নিয়ে জানা যায়, ৫৬ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনা পরিস্থিতির শুরুর দিকে জেলায় দুইজন মারা যায়। এ পর্যন্ত জেলায় তিন হাজার ২২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে দুই হাজার ৭৫২ জনের ফলাফল পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ২৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।