ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

রৌমারীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
রৌমারীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ক্যাম্পেইনে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ অর্জিত হওয়ায় বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রামের রৌমারীর চরাঞ্চলে ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ মার্চ) দিনব্যাপী রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাচারি মাঠে ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করে ময়মনসিংহ সেক্টর, উত্তর-পূর্ব রিজিয়ন ও ৩৫ বর্ডার গার্ড ব্যাটলিয়ান।

ক্যাম্পেইনে চিকিৎসাসেবা দেন বিজিবি ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত এসএমও মেজর ডা. মোনতাসীর হোসেন এমপিএইচ, রৌমারী হাসপাতালের মেডিকেল কর্মকর্তা রাকিবুল হাসান ও সহকারী মেডিকেল কর্মকর্তা ল্যান্স নায়েক আব্দুল জব্বার।

এ সময় রৌমারী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের পাঁচ শতাধিক মানুষের মাঝে চিকিৎসাসেবা দেওয়া ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।