ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

খুলনায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
খুলনায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

খুলনা: দেশের অন্যান্য স্থানের ন্যায় খুলনায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস- ২০১৮। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’।

শনিবার (২৪ মার্চ) সকাল ১০টায় খুলনা স্কুল হেলথ ক্লিনিক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক (ডিসি) আমিন উল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে ডিসি বলেন, যক্ষ্মা নির্মূলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এজন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে যক্ষ্মা সনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে ধারণা দিতে হবে। ইপিআই কর্মসূচিতে সাধারণ মানুষ যেমন স্বপ্রণোদিত হয়ে অংশ নিচ্ছে, তেমনি যক্ষ্মা নির্মূল কর্মসূচিকে জনকর্মসূচিতে পরিণত করতে হবে।  

এছাড়া এ কর্মসূচি সফল করতে সম্পৃক্ত সব স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আতিয়ার রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- খুলনার প্রাক্তন সিভিল সার্জন ডা. মো. হামে জামাল, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিভাগীয় যক্ষ্মা বিষেশজ্ঞ ডা. মো. আনোয়ারু আজাদ, কেসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন মজুমদার, ব্র্যাক প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ ও নাটাবের যুগ্ম সম্পাদক শামীমা সুলতানা শিলু।  

স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন অফিস, ব্র্যাকসহ অন্যান্য সহযোগী সংস্থা যৌথভাবে এ সব কর্মসূচির আয়োজন করে। পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

এর আগে, দিবসটি উপলক্ষে শহীদ হাদিস পার্ক থেকে ডিসির নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল হেলথ ক্লিনিক চত্ত্বরে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা,  মার্চ ২৪, ২০১৮
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।