ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

ফেনীতে লায়ন্স ক্লাবের চক্ষু চিকিৎসা ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
ফেনীতে লায়ন্স ক্লাবের চক্ষু চিকিৎসা ক্যাম্প ফেনীতে লায়ন্স ক্লাবের চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা দেয়া হচ্ছে চক্ষু রোগীদের

ফেনী: ফেনীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছে প্রায় প্রায় ২ হাজার রোগী। শুক্রবার (২৪ নভেম্বর) শহরের শিশু নিকেতন স্কুলে সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্প চলবে। এতে নেত্র নালী, চোখের ছানি অপারেশনসহ চোখের যাবতীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে লায়ন মোর্শেদ হোসেনের সঞ্চালনায় ফেনী মুহুরী লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মহী উদ্দিন মাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ৩১৫ বি২ গভর্নর লায়ন কাজী সাইফুল।

বিশেষ অতিথি ছিলেন, ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর মোবারক হোসেন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি সফিউল আলম।

বক্তব্য রাখেন লায়ন রিজিওন সেক্রেটারি লায়ন রুহুল আমিন, লায়ন ওমর ফারুক বেলাল, মোজাম্মেল হক বাবলু,লায়ন দিল আফরোজ।

এছাড়াও উপস্থিত ছিলেন, লায়ন রফিকুল হক নিপু, নুরুল আমিন খান, লায়ন আবু তাহের, আইরিন হোসেন খান।

৩১৫ বি ২, বাংলাদেশ লায়ন্স ডিস্ট্রিক্ট এর অন্যতম প্রধান ফেনী লায়ন্স ক্লাব, ফেনী মূহুরী লায়ন্স ক্লাব, ফেনী অর্কিড লায়ন্স ক্লাবের আয়োজনে ও ফেনী লিও ক্লাবের সহযোগিতায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্প  আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এসএইচডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।