ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির দিনাজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

ঝালকাঠি: ঝালকাঠিতে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে চক্ষু শিবিরের আয়োজন করে বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ২৫০ জন রোগীকে চিকিৎসাসেবা দেন। গুরুতর ৪০ জন রোগী চোখের ছানি অপারেশন করার জন্য বাছাই করেন তারা।

এদের ক্রমান্বয়ে বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে থাকা-খাওয়াসহ বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজন করা হবে।

ঝালকাঠি প্রেসক্লাবের তত্ত্বাবধানে চক্ষু শিবিরের উদ্বোধন করেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার,  ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডাক্তার জান্নাতুন নাঈম, ক্যাম্প অর্গানাইজার মনির হোসেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।