ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভয় পায় না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুন ১১, ২০১৭
আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভয় পায় না স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল, বিএনপির আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভয় পায় না। অতীতে তাদের জ্বালাও-পোড়াও এবং পুড়িয়ে মানুষ হত্যার আন্দোলন জনগণ সমর্থন করেনি। ভবিষ্যতেও করবে না।

তিনি বিএনপিসহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আন্দোলন ছেড়ে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই।

রোববার (১১ জুন) বিকেলে সিরাজগঞ্জে মডেল ফার্মেসি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।



এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মডেল ফার্মেসিতে গুটি কয়েক ওষুধ ছাড়া চিকিৎসকের প্রেসক্রিপশন বিহীন কোনো ওষুধ বিক্রি হবে না। নকল, ভেজাল ওষুধও বিক্রি হবে না। এসব ফার্মেসি হবে  সরকারের বিশুদ্ধ ওষুধ বিক্রির একটি মডেল ব্যবসা প্রতিষ্ঠান।


উদ্বোধনী অনুষ্ঠানে ওষুধ প্রশাসনের মহাপরিচালক  মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান, পরিচালক মো. রুহুল আমীন, জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খান ও ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. উদয় নারায়ণ মোহন্ত উপস্থিত ছিলেন।

পরে তিনি শহরের হোসেনপুরে  সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত আলতাব হোসেনের বাসায় যান এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, পৌর মেয়র  সৈয়দ আব্দুর রউফ মুক্তা, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী শেখ, শহর আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক দানী উল হক দানী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুন ১১, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।