ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রাম রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রাম রোববার

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন আগামী ১২ ফেব্রুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আইটি আইকন এবং বিজয় কী বোর্ডের উদ্ভাবক মোস্তফা জব্বার।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এ এম এম শামসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জাহিদুল কবীর এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য রাখবেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম- ২০১৭।

বাংলাদেশ সময় ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
এমএএএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।