ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

মনোকথা

বিষণ্নতায় কার্যকর না কম্পিউটারভিত্তিক সিবিটি

মনোকথা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
বিষণ্নতায় কার্যকর না কম্পিউটারভিত্তিক সিবিটি

ঢাকা: বিষণ্নতার চিকিৎসায় কম্পিউটারভিত্তিক কগনিটিভ বিহ্যাভিয়ার থেরাপি (সিবিটি) প্রায় অকার্যকর বলে দাবি করেছেন যুক্তরাজ্যভিত্তিক একটি গবেষক দল।

মূলত সিবিটি হলো খুবই কার্যকর ‘টকিং ট্রিটমেন্ট’, যা দক্ষ চিকি‍ৎসকরা বিষণ্নতার রোগীদের দিয়ে থাকেন।



বিকল্প হিসেবে বিশেষ ধরনের কম্পিউটার ও প্রোগ্রামের প্রচলন শুরু হলেও বিষণ্নতা প্রতিরোধে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন গবেষকরা।

বিষয়টির খতিয়ে দেখতে ইয়র্ক ইউনিভার্সিটির হেলথ সায়েন্স বিভাগের অধ্যাপক সায়মন গিলবডি এবং তার সহকর্মীরা বৃহৎ আকারে ৠানডম কন্ট্রোল ইভাল্যুশন ‘আরইইএসিটি’ পরীক্ষা করেন।

৬৯১ জন বিষণ্নতার রোগীকে গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। এদের মধ্যে থেকে বাছাই করে ৮৩ জনকে বিশেষভাবে পর্যবেক্ষণ করা হলে দেখা যায়, কম্পিউটার ভিত্তিক সিবিটি বিষণ্নতা প্রতিরোধে মোটেই কার্যকর নয়।

পরবর্তীতে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরেন গবেষকরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাধারণত বিষণ্ন ব্যক্তি কম্পিউটারের প্রতি মনোযোগী হতে পারে না। ‘ক্লিনিক্যালি ডিপ্রেসড’ ব্যক্তি নিয়মিতভাবে কম্পিউটারে লগইন করে থেরাপি নেওয়াকে কঠিন কাজ মনে করে।

গবেষণায় আরইউএসিটি পরীক্ষা নেন ডা. এলিজাবেথ লিটিলউড।

রোগীকে নিয়মিতভাবে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত না করা হলে এই পদ্ধতি একেবারেই অকার্যকর।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad