ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
গাজায় ইসরায়েলি বিমান হামলা

ঢাকা: ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তবে, এতে হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।



বুধবার (১৩ জানুয়ারি) সকালে গাজার উত্তরাঞ্চলের ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় এ হামলা চালানো হয়।

তেলআবিবের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, একটি ‘সন্ত্রাসী চক্র‘ ইসরায়েলি সৈন্যদের টার্গেট করে সীমান্তে বিস্ফোরক পেতে রাখার চেষ্টা করলে তাদের প্রতিহত করতে হামলা চালানো হয়।

দীর্ঘ দিন পর গাজায় ইসরায়েলের বিমান হামলা ওই অঞ্চলে নতুন করে অস্থিরতার সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বিশ্লেষকরা।

তবে এ বিষয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষের তৎক্ষণাৎ কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ