[x]
[x]
ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪২৫, ২৩ জুন ২০১৮

bangla news

ফকির আলমগীরকে সম্মাননা পরবর্তী সংবর্ধনা

|
আপডেট: ২০১৬-০১-১১ ৩:৫৬:০০ পিএম
ফকির আলমগীর

ফকির আলমগীর

গণসংগীতে ফকির আলমগীরের অবদান অনেক। কয়েক যুগ ধরে দেশে-বিদেশে গণসংগীত নিয়ে কাজ করছেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি গণসংগীতে অসামান্য অবদানের জন্য তাকে...

গণসংগীতে ফকির আলমগীরের অবদান অনেক। কয়েক যুগ ধরে দেশে-বিদেশে গণসংগীত নিয়ে কাজ করছেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি গণসংগীতে অসামান্য অবদানের জন্য তাকে বিশেষভাবে সম্মানিত করেছে। এ অর্জন গৌরবের বিষয় বাংলাদেশের জন্যও। সংস্কৃতিকর্মীরা তাই তাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে এক আনন্দ আড্ডায় মিলিত হয়ে ফকির আলমগীরকে সংবর্ধিত করবেন সংস্কৃতিকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

ফকির আলমগীরকে নিয়ে আলোচনায় অংশ নেবেন সুরকার সুজেয় শ্যাম, নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, নাসিরউদ্দীন ইউসুফ, লিয়াকত আলী লাকী, হাসান আরিফ, মান্নান হীরা, ড. মুহাম্মদ সামাদ, আবৃত্তি শিল্পী আহকাম উল্ল্যাহ প্রমুখ।

ঝুনা চৌধুরী রাখবেন স্বাগত বক্তব্য। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ সভাপতিত্ব করবেন অনুষ্ঠানটি। এ ছাড়া আনন্দ অনুষ্ঠানে থাকবে দলীয় নৃত্য, দলীয় সংগীত, একক নৃত্য, একক সংগীত ও একক আবৃত্তি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa