ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রুহুল জামিল হত্যা মামলার তদন্ত সংস্থা বদলের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ২৬, ২০১৫
রুহুল জামিল হত্যা মামলার তদন্ত সংস্থা বদলের দাবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ব্যবসায়ী রুহল জামিল হত্যা মামলার তদন্তকারী সংস্থা বদলের দাবি জানিয়েছে নিহতের পরিবার। মামলার তদন্তকারী সংস্থা সিআইডি খুনিদের বাঁচানোর চেষ্টা করছে বলে অভিযোগ তাদের।



একই সঙ্গে নিহতের স্বজনদের নিরাপত্তা প্রদানে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এবং র‌্যাবের তদন্ত দাবি করেছে নিহতের পরিবার।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মামলার বাদি নিহত রুহুল জামিলের মা রওশন বানুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাই সেনা সদস্য রুহুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী সালমা আক্তার নিঝুম, বড় মেয়ে রিনা, ৪ মাস বয়সী মেয়ে সাহারা জামিল সিফাত, চাচা আবু সাঈদ ও শাশুড়ি রহিমা আক্তার।

সংবাদ সম্মেলনে স্বজনরা দাবি করেন, ঘটনার চার মাস অতিবাহিত হওয়ার পরেও তদন্ত সংস্থার নিরবতা আমাদের মনে নানা প্রশ্ন বিদ্ধ করেছে। গোয়েন্দা বিভাগের অনাগ্রহ আমাদের শুধু হতাশায় ঠেলে দিচ্ছে। সিআইডি খুনিদের বাঁচানোর চেষ্টা করছে। তাই এ মামলাটি র‌্যাবের মাধ্যমে নিরপক্ষ তদন্ত করা হোক।

গত ২৫ জানুয়ারি সোনারগাঁর সুখের টেক এলাকার রুহুল জামিল শ্বশুড়বাড়ি কাঁচপুর যাওয়ার সময় নিখোঁজ হন। পরদিন ২৬ জানুয়ারি সোনারগাঁ থানা পুলিশ এশিয়ান হাইওয়ের সড়কের ললাটি বটতলা এলাকা হতে রুহুল আমিনের মৃতদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মে ২৬, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ