ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পিডিবির ৩০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
চট্টগ্রামে পিডিবির ৩০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী থানার ফিরোজশাহ কলোনিতে অভিযান চালিয়ে ৩০টি ঘরের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত।

একই অভিযানে এছাড়াও অবৈধ বিদু্ৎ ব্যবহারের দায়ে দুইজনকে সাত হাজার টাকা জরিমানা এবং অবৈধভাবে চার্জ দেওয়ার দায়ে চারটি রিকশার ব্যাটারি, আটটি চার্জার ও বেশ কিছু বৈদ্যুতিক তার জব্দ করা হয়েছে।



সোমবার আগ্রাবাদ সার্কেলের সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান সিদ্দিকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের লিয়াজো অফিসার ও সহকারী কমিশনার রাজীব উল আহসান জানিয়েছেন, ভ্রাম্যমান আদালতের এই অভিযানে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে আটটি মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে বিদ্যু‍ৎ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নুরুল ইসলাম খান, পাহাড়তলী থানার টিএসআই আবদুল আহাদ ও আকবর শাহ থানার এএসআই মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ