[x]
[x]
ঢাকা, শনিবার, ৭ মাঘ ১৪২৪, ২০ জানুয়ারি ২০১৮

bangla news

ভালুকায় ৪৪০ বস্তা ভারতীয় চোরাই চাল উদ্ধার

381 |
আপডেট: ২০১৪-১১-২১ ৭:০২:০০ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ৪৪০ বস্তা ভারতীয় চোরাই চাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার সিডস্টোর বাজার এলাকার সোহাগ এন্টারপ্রাইজ নামক একটি দোকানে অভিযান চালিয়ে পুলিশ এই বিপুল পরিমাণ চাল উদ্ধার করে।

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ৪৪০ বস্তা ভারতীয় চোরাই চাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার সিডস্টোর বাজার এলাকার সোহাগ এন্টারপ্রাইজ নামক একটি দোকানে অভিযান চালিয়ে পুলিশ এই বিপুল পরিমাণ চাল উদ্ধার করে।

স্থানীয়রা ও ভালুকা মডেল থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে পুলিশ সিডস্টোর বাজারে অবস্থিত মুঞ্জু মিয়ার মার্কেটে সোহাগ এন্টারপ্রাইজ নামক পোল্ট্রি খাদ্যের দোকান থেকে ৪৪০ বস্তা ভারতীয় চোরাই চাল উদ্ধার করে।

তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দোকান মালিক সোহাগ ঢালী পলাতক রয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত চালগুলো কাস্টমস ফাঁকি দিয়ে ভারত থেকে আনা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa