ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে দুই কেজি সোনা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
শাহজালালে দুই কেজি সোনা উদ্ধার ছবি: ফাইল ফটো

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ওজনের দু’টি গোল্ডবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা।
 
রোববার রাত সোয়া ১২টার দিকে কুয়ালালামপুর থেকে আগত মালয়েশিয়া এয়ারওয়েজের এমএইচ-১৯৬ ফ্লাইটের এক যাত্রীর আন্ডার গার্মেন্টস থেকে এসব উদ্ধার করা হয়।


 
এ সময় রনি (৩৭) নামে সোনা বহনকারী যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। রনি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসিন্দা।
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, রাত সোয়া ১২টার দিকে ফ্লাইটটি অবতরণের পর রনি সোনা গুলো হন্তান্তরের জন্য ট্রানজিট লাউঞ্জের পাশে আসে। শুল্ক গোয়েন্দা সদস্যদের সন্দেহ হলে তারা রনির দেহ তল্লাশি করে। এ সময় তার আন্ডার গার্মেন্টস থেকে সোনাগুলো উদ্ধার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা যায়, রনি এ বছর মোট ১৭ বার দেশের বাইরে ভ্রমণ করেছে।
 
আটক সোনার মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান মইনুল খান।
 
বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ