ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম, গেজেট প্রকাশ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মে ১৪, ২০১৮
দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম, গেজেট প্রকাশ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৫ মে ২০১৮, মঙ্গলবার। ১ জৈষ্ঠ্য, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১০০৪ - দ্বিতীয় হেনরি ইতালির রাজা হিসেবে অভিষিক্ত।

১৬২৫ - অস্ট্রিয়ায় ১৬ বিদ্রোহী কৃষকের ফাঁসি হয়।

১৭৭৬ - প্রথম বাষ্প চালিত জাহাজ বানানো হয়েছিলো।

১৮১৮ - বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়।

১৯৫৪ - আদমজি মিলে বাঙালি-অবাঙালি দাঙ্গা। সরকারি হিসেবে নিহত    ৪০০, বেসরকারি  মতে ৬০০।

১৯৬০ - কঙ্গো প্রজাতন্ত্র স্বাধীন হয়।

১৯৮৮ - আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার শুরু।

জন্ম

১৭৮৬ - জেনারেল ডিমিট্রিস প্লাপাউটিস, গ্রিসের স্বাধীনতা যুদ্ধের মহান বিপ্লবী সেনানায়ক।

১৮১৭ - দেবেন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় বাঙালি ধর্মীয় সংস্কারক, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা।  ১৮১৭ সালের ১৫ মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং মাতা দিগম্বরী দেবী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কনিষ্ঠ পুত্র।  ১৮৪৪ সালে দেবেন্দ্রনাথ প্রথম ব্রহ্মোপাসনা পদ্ধতি প্রণয়ন করেন এবং পরের বছর থেকে তা ব্রাহ্মসমাজে ব্যবহৃত হতে থাকে। ১৮৪৮ সাল থেকে তিনি ক্রমাম্বয়ে তত্ত্ববোধিনী পত্রিকায় ঋগ্‌বেদের অনুবাদ প্রকাশ করতে শুরু করেন, যা ব্রাহ্মধর্ম নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। ১৮৫০ সালে তার অপর গ্রন্থ আত্মতত্ত্ববিদ্যা প্রকাশিত হয়। ১৮৫৩ সালে তিনি তত্ত্ববোধিনী সভার সম্পাদক নিযুক্ত হন এবং ১৮৫৯ সালে ব্রাহ্মবিদ্যালয় স্থাপন করেন। ১৯০৫ সালের ১৯ জানুয়ারি কলকাতায় তার জীবনাবসান ঘটে।

১৮৪৮ - ভিক্টর ভাসনেতসভ, রুশ চিত্রশিল্পী।

১৮৫৬ - এল ফ্রাঙ্ক বাম, মার্কিন লেখক।

১৮৫৭ - উইলিয়ামিনা ফ্লেমিং, স্কটিশ জ্যোতির্বিজ্ঞানী।

১৮৫৯ - পিয়েরে কুরি, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।

১৮৯০ - ক্যাথেরিন অ্যান পোর্টার, মার্কিন লেখক।

১৮৯১ - মিখাইল বুলগাকভ, রুশ লেখক।

১৮৯৫ - উইলিয়াম ডি বায়রন, মার্কিন কংগ্রেসম্যান।

১৮৯৮ - আর্লেট্টি, ফরাসি মডেল এবং অভিনয়শিল্পী।

১৯০৩ - মারিয়া রাইখ, জার্মান বংশোদ্ভূত গণিতবিদ ও প্রত্নতত্ত্ববিদ।

১৯০৫ - জোসেফ কটেন, মার্কিন অভিনেতা।

১৯০৭ - সুখদেব থাপার, ভারতীয় মুক্তিযোদ্ধা।

১৯০৯ - জেমস মেসন, ব্রিটিশ অভিনেতা।

১৯৩৫ - টেড ডেক্সটার, বিখ্যাত ব্রিটিশ ক্রিকেটার।

১৯৮১ - প্যাট্রিস এভরা, ফরাসি আন্তর্জাতিক ফুটবলার।

মৃত্যু

১১৫৭  - রুশ যুবরাজ ইউরি ডলগোরুক।

১৮৮৬ - মার্কিন নারী কবি এমিলি ডিকিনসন।

১৯৯৪ - সুরকার, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আবদুল আহাদ।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এনএইচটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।