ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিচার

ফটো স্টোরি

রমনা পার্কে চৈত্রের এক ক্লান্ত দুপুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
রমনা পার্কে চৈত্রের এক ক্লান্ত দুপুর রমনা পার্কে চৈত্রের এক ক্লান্ত দুপুর। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: চৈত্রের দুপুরে রমনা পার্কের গাছে গাছে ঝুলতে থাকা কাঁঠা‌লের ঝাঁক ব‌লে দি‌চ্ছে সাম‌নেই মধু মাস। এদিকে ছাউনির নিচে শুয়ে শান্তির ঘুম দিয়েছেন এক ক্লান্ত শ্রমিক। আসন্ন মধুমাসের স্বপ্নই হয়ত খেলা করছিল তার মনে। 

এমনই এক দুপুরে রমনা পার্কের চেনা-পরিচিত দৃশ্যগুলো পাঠকদের জন্য ফ্রেমবন্দি করেছেন বাংলানিউজের স্টাফ ফটোগ্রাফার শাকিল আহমেদ।

ছবিটি তুলেছেন শাকিল আহমেদ।                     <div class=

" src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/p-120180406134117.jpg" style="height:100%; width:100%" />রমনা পার্কে গাছে গাছে ঝুলতে থাকা কাঁঠা‌লের ঝাঁক।

ছবিটি তুলেছেন শাকিল আহমেদ।                                         ঠিক রাখা চাই শরীর-স্বাস্থ্য। তাই দুপুর বেলাতেও পার্কের এক স্থানে কঠিন শারী‌রিক কসরত করতে ব্যস্ত এই প্রবীণ নাগরিক।
 
ছবিটি তুলেছেন শাকিল আহমেদ।
সবুজ পাতার আড়ালে ঝু‌লছিল বাদুড়টি। দেখে মনে হচ্ছিল, গাছ থেকে পাতা বা ফুল ছিড়ে খাওয়ার চেষ্টা চালাচ্ছে সে।

ছবিটি তুলেছেন শাকিল আহমেদ।
বোতল কুড়া‌নোর ফাঁ‌কে দুপুরের আহার সে‌রে নি‌চ্ছেন একজন পথনারী। তার চারপা‌শে কা‌কের ঝাঁক ভিড় করেছে উ‌চ্ছিষ্টের আশায়।

ছবিটি তুলেছেন শাকিল আহমেদ।
সবুজ ঘা‌সের নরম চাদরে বসে আড্ডায় মে‌তে‌ছেন একদল তরুণ-তরুণী। বিক্রির তাদের কাছে এগিয়ে এসেছেন এক হকার। দুই হাত নেই তার! তবুও জীবিকা নির্বাহের জন্য পার্কে ঘুরতে আসা মানুষদের কাছে পানি, চিপস, বিস্কিট, সিগারেট ইত্যাদি বিক্রি করেন।  

ছবিটি তুলেছেন শাকিল আহমেদ।
দু’মুঠো খাবারের তাগিদে দুপুর বেলাতেও বকুল ফুল খুড়া‌চ্ছেন বৃদ্ধা মরিয়ম বেগম।  

ছবিটি তুলেছেন শাকিল আহমেদ।
পুরুষের পাশাপাশি নারীরাও হকারি করছেন রমনা পার্কে। পানির বোতল মাথায় নিয়ে পার্কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এক নারী।

ছবিটি তুলেছেন শাকিল আহমেদ।
পার্কের এ স্থানটি বৃদ্ধ ও প্রতিবন্ধিদের বসার জন্য সংরক্ষিত। যদিও চৈত্রের দুপুরে এ স্থানে বসে যারা আড্ডা দিচ্ছিলেন, তাদের দেখে বৃদ্ধ বা প্রতিবন্ধি কোনোটাই মনে হচ্ছিলো না।
 
ছবিটি তুলেছেন শাকিল আহমেদ।
ক্লান্তি শে‌ষে রমনা পার্কের ছাউনিতে উদাম গায়ে বিশ্রাম করছেন এক ব্যক্তি। চৈ‌ত্রের শে‌ষের দি‌কে দুপু‌র বেলায় রাজধানীর রমনা পা‌র্কের এক টুক‌রো সবু‌জের বুকে এমন সব দৃশ্যেরই দেখা মে‌লে।

আরও পড়ুন:
শরবতের নামে কী খাচ্ছেন রাজধানীবাসী!

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।