ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের জন্ম সুচিত্রা সেন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৬ এপ্রিল ২০১৮, শুক্রবার। ২৩ চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনা
১৭১২ - নিউইয়র্কে শ্বেতাঙ্গ মালিকদের বিরুদ্ধে নিগ্রো ক্রীতদাসদের বিদ্রোহ।

১৭৯৩ - ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের রাষ্ট্র পরিচালনার জন্য ‘কমিটি অব পাবলিক সেফটি’ গঠন।

১৮৯৬ - এথেন্সে আধুনিক অলিম্পিকের যাত্রা।

১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা।

১৯৩০ - ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করতে মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলনের সমাপ্তি।

১৯৯২ - বসনিয়ার স্বাধীনতা লাভ।

 

জন্ম
১৪৮৩ - রাফায়েল, রেনেসাঁস যুগের অন্যতম প্রধান চিত্রশিল্পী।

১৯২৮ - জেমস ওয়াটসন, মার্কিন আণবিক জীববিজ্ঞানী।

১৯৩১ - সুচিত্রা সেন, কিংবদন্তি ভারতীয় বাঙালি অভিনেত্রী। ১৯৩১ সালের ৬ এপ্রিল ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির পাবনা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত। মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে সুচিত্রা সেন খ্যাতি অর্জন করেন। ১৯৫৫ সালের ‘দেবদাস’ ছবির জন্য তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন। ১৯৬৩ সালে ‘সাত পাকে বাঁধা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন ‘সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস’ জয় করেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। ১৯৭২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান দেয়। ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেল ভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে সুচিত্রা সেনের মৃত্যু হয়।

মৃত্যু
১৫২০ - রাফায়েল, চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী।

১৮৯২ - নিলস হেনরিক আবেল, নরওয়েজিয়ান গণিতবিদ।

১৯৭৩ - পার্ল এস বাক, মার্কিন ঔপন্যাসিক।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮

এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।