ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

বেদারউদ্দিনের জন্ম, জলধর সেনের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
বেদারউদ্দিনের জন্ম, জলধর সেনের প্রয়াণ বেদারউদ্দিন আহমদ ও জলধর সেন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৫ মার্চ ২০১৮, বৃহস্পতিবার। ১ চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৫৬৪ - মুঘল সম্রাট আকবর জিজিয়া কর তুলে দেন।
•    ১৮২০ - যুক্তরাষ্ট্রের ২৩তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় মেইন।
•    ১৮৯২ - লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
•    ১৮৪৮ - বুদাপেস্টে হাঙ্গেরি বিপ্লবের সূচনা।
•    ১৮৭২ - ভারতীয় সাক্ষ্য আইন প্রবর্তন।
•    ১৯১৭ - রাশিয়ার জার ক্ষমতা ত্যাগ করেন।
•    ১৯৩৭ - শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু।
•    ১৯৭২ - বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা।
•    ১৯৮৫ - প্রথম ইন্টারনেট ডোমেইন symbolics.com-এর নাম নিবন্ধিত হয়।
•    ১৯৯০ - মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন।

জন্ম
•    ২৭০ - সেন্ট নিকোলাস, গ্রিক বিশপ।
•    ১৮৫৪ - এমিল ভন বেহরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।
•    ১৯০২ - কাজিরো ইয়ামামোতো, জাপানি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্য লেখক।
•    ১৯২৭ - বেদারউদ্দিন আহমদ, বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী। কলকাতা বেতার কেন্দ্রে তিনি নিয়মিত সঙ্গীত পরিবেশন করতেন। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি এ বাংলায় এসে ঢাকা বেতার কেন্দ্রে শিল্পী হিসেবে যোগ দেন এবং নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন। বেদারউদ্দিন ছিলেন বুলবুল ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা। তিনি দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৭৪ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এবং ১৯৮০ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে।
•    ১৯৪৩ - ডেভিড ক্রোনেনবার্গ, কানাডিয়ান চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।

মৃত্যু
•    ১৯৩৯ - রায়বাহাদুর জলধর সেন, বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক। ১৮৬০ সালের ১৩ মার্চ কুষ্টিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। গ্রামবার্তা, সাপ্তাহিক বসুমতী, হিতবাদী, সুলভ সমাচার প্রভৃতি সাময়িক পত্রিকায় তিনি সম্পাদক বা সহ-সম্পাদক হিসাবে যুক্ত ছিলেন। সাহিত্যকর্মের জন্য ব্রিটিশ সরকার তাকে ‘রায় বাহাদুর’ উপাধি দেয়। তার রচিত উপন্যাসের মধ্যে দুঃখিনী, অভাগী, উৎস প্রভৃতি উল্লেখযোগ্য। তার সম্পাদিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হরিনাথ গ্রন্থাবলী ও প্রমথনাথের কাব্য গ্রন্থাবলী প্রভৃতি। ১৯৩৯ সালের ১৫ মার্চ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।
•    ২০০৮ - ছয়ের উদ্দিন আহমেদ, রংপুর অঞ্চলের একজন বাম ধারার রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এনএইচটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।