ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিচার

বার্লিনে বিশ্ব স্থাপত্য উৎসবের বাছাই ৬ আলোকচিত্র

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
বার্লিনে বিশ্ব স্থাপত্য উৎসবের বাছাই ৬ আলোকচিত্র বার্লিনে বিশ্ব স্থাপত্য উৎসবের বাছাই ৬ আলোকচিত্র

ঢাকা: জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিশ্ব স্থাপত্য উৎসব’। ১৫ থেকে ১৭ নভেম্বর হবে তিন দিনব্যাপী এ উৎসব। এতে স্থাপত্যকলা প্রদর্শনীর পাশাপাশি একটি বিশেষ ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতার বিষয়বস্তুও যথারীতি স্থাপত্যকলা।  

বিশ্বের বিভিন্ন প্রান্তের স্থাপত্যকলা বিষয়ক অসংখ্য ছবি জমা পড়ে প্রতিযোগিতার জন্য। এরমধ্যে থেকে বাছাই কিছু অসাধারণ ছবি নিয়ে বাংলানিউজের পাঠকদের জন্য এ আয়োজন।

১.
ছবিটি যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ‘বার্নিং ম্যান’ উৎসবের। এ উৎসবের অংশ হিসেবে ‘ব্ল্যাক রক’ মরুভূমিতে একটি অস্থায়ী শহর নির্মাণ করেন আয়োজকরা। ছবিটি তুলেছেন যুক্তরাষ্ট্রের টম স্টাল।

বার্লিনে বিশ্ব স্থাপত্য উৎসবের বাছাই ৬ আলোকচিত্র

২.
বামের ছবিটা দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অবস্থিত পন্টে সিটি অ্যাপার্টমেন্টের। দক্ষিণ আফ্রিকার উচ্চতম দালানগুলোর মধ্যে পন্টে  সিটি অ্যাপার্টমেন্ট দ্বিতীয়। ছবিটি তুলেছেন নেদারল্যান্ডসের রায়ান কুপম্যান। ডানের ছবিটাতে দেখা যাচ্ছে যুক্তরাজ্যের ডার্বি এরিনার রঙিন গ্যালারি। ছবিটি তুলেছেন মার্টিন হ্যামিলটন।

বার্লিনে বিশ্ব স্থাপত্য উৎসবের বাছাই ৬ আলোকচিত্র

৩.
ছবিটি চীনের ‘ফোক আর্ট মিউজিয়ামের’। পূর্ব চীনের হানঝু প্রদেশের ‘একাডেমি অব আর্ট’-এর ক্যাম্পাসে অবস্থিত এ জাদুঘরটি। এর স্থপতি কেনগো কুমা। জাদুঘরটির অন্যতম বৈশিষ্ট্য এর শান্তিময় পরিবেশ। ছবিটি তুলেছেন টেরেন্স ঝাং।

বার্লিনে বিশ্ব স্থাপত্য উৎসবের বাছাই ৬ আলোকচিত্র

৪.
এটি ডেনমার্কের আরহাস কানস্ট মিউজিয়ামের ছবি। জাদুঘরটি ১৮৫৯ সালে নির্মাণ করা হয়েছিল। ২০০৪ সালে জাদুঘরটি অত্যাধুনিক দালানে স্থানান্তর করা হয়। দশতলা উঁচু এ জাদুঘরটি উত্তর ইউরোপের সবচেয়ে বড় জাদুঘরগুলোর একটি। এর স্থপতি শ্মিট হ্যামার ল্যাসেন। জাদুঘরের ছাদে রয়েছে এই বৃত্তাকার রঙিন প্যাসেজটি। ছবিটি তুলেছেন যুক্তরাজ্যের ডেভিড বোরল্যান্ড।

বার্লিনে বিশ্ব স্থাপত্য উৎসবের বাছাই ৬ আলোকচিত্র

৫. 
এটা ক্যালিফোর্নিয়ার সান জোসেতে অবস্থিত স্যামসাং ইলেক্ট্রনিক্সের সদর দফতর। ছবিটি তুলেছেন যুক্তরাষ্ট্রের ডেভিড ক্রফোর্ড।

বার্লিনে বিশ্ব স্থাপত্য উৎসবের বাছাই ৬ আলোকচিত্র

৬.
পেছনের দৃশ্যটি নিউজার্সির আটলান্টিক সিটিতে অবস্থিত দৈত্যাকার রেভেল ক্যাসিনোর দেয়ালের একটি অংশমাত্র। এর সামনে দেখা যাচ্ছে জড়াজীর্ণ ও পরিত্যাক্ত দু’টি বাড়ি।

বার্লিনে বিশ্ব স্থাপত্য উৎসবের বাছাই ৬ আলোকচিত্র

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।