ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিচার

মেঘনা পাড়ে শ্রাবণ সন্ধ্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
মেঘনা পাড়ে শ্রাবণ সন্ধ্যা মেঘনা পাড়ে শ্রাবণ সন্ধ্যা। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: এখন ভরা বর্ষা। শ্রাবণের শেষ সপ্তাহ চলছে। আকাশে মেঘের দাপটে সূর্যের দেখা মেলে না, মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিলেও চোখের পলকে আড়ালে হারিয়ে যায়। যেনো পুরো আকাশই মেঘের দখলে।

মঙ্গলবার (০৮ আগস্ট) সকাল ছিল রোদ-বৃষ্টির খেলা। বেলা বাড়ার সঙ্গে মেঘের কোলে রোদ হেসে ছিল।



দুপুরে আকাশের মন ভালো ছিলো না, তবে বিকেল পর্যন্ত আকাশে মেঘের দাপট থাকলে বৃষ্টি নামেনি। সন্ধ্যায় মেঘে ঢেকে যায় আকাশ।

শ্রাবণের এমন দিনের সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা পাড়ে আকাশ, নদী, মেঘ আর চারপাশের পরিবেশ অপরুপ সৌন্দর্য নিয়ে হাজির হয়। বাংলানিউজের পাঠাকদের জন্য শ্রাবণ সন্ধ্যায় মেঘনাপাড়ের কয়েকটি ছবি...
ছবি-১

ছবি- ২

ছবি-৩
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad