ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিচার

রিকশাচালক বাবার গল্প এবার মিশরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
রিকশাচালক বাবার গল্প এবার মিশরে রিকশাচালক বাবার গল্প এবার মিশরে

ঢাকা: রিকশাচালক বাবার ছেলে লেখাপড়া করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাবা তার দিনের সমস্ত উপার্জন সন্ধ্যায় তুলে দিয়ে যান ছেলের হাতে। আশা একটাই, ছেলে মানুষের মতো মানুষ হবে। এরকম একটি সুন্দর গল্প নিয়েই তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনভেস্টমেন্ট’। 

এর পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারীফ অনির্বাণ জানান, সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মিশরের ‘এএম ইজিপ্ট ফিল্ম ফেস্টিভ্যালে’ প্রদর্শনীর জন্য বিবেচিত হয়েছে।

এর আগে, চলচ্চিত্রটির প্রথম প্রদর্শন হয় ‘সিলেট আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে’।

সারাবিশ্বের প্রায় ৫৫ হাজার চলচ্চিত্রের মধ্য থেকে নমিনেশন পায় এটি। তখনই এটি জয় করে নেয় হাজারো দর্শকের হৃদয়।

ছোটবেলা থেকেই ইচ্ছে ছিলো ছবি বানাবো। এরপর ধীরে ধীরে বিভিন্ন বাধাবিঘœ উপেক্ষা করে এটি তৈরি করি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সবসময়ই কিছু সমস্যা থাকে। তবে পৃষ্ঠপোষকতা পেলে এ অঙ্গনে আমাদের দেশের তরুণরা আরও ভালো কিছু করবে, বলেন এই তরুণ নির্মাতা।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।