ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিচার

ট্রেনের ছাদে বাড়ি ফেরা

ফটো ও স্টোরি: দীপু মালাকার, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
ট্রেনের ছাদে বাড়ি ফেরা ট্রেনের ছাদে বাড়ি ফেরা

ঢাকা: প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে জীবনের ঝুঁকি কোনো বিষয় নয়! ঝুঁকিপূর্ণ জেনেও আনন্দ উৎসাহের সঙ্গে ট্রেনের ছাদে করেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

ট্রেনের ছাদে বাড়ি ফেরাশুক্রবার (২৩ জুন) কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেসের সব আসন পূর্ণ হওয়ায় ছাদে যাত্রী বোঝাই অবস্থায় প্লাটফর্ম ত্যাগ করে ট্রেনটি। এয়ারপোর্ট স্টেশন থেকে আরো যাত্রী ট্রেনটির ছাদে যুক্ত হয়।

 

ট্রেনের ছাদে বাড়ি ফেরাঈদে ঘরমুখো মানুষের এরকম চিত্র প্রায় সবগুলো ট্রেনেই দেখা যায়।  

ট্রেনের ছাদে বাড়ি ফেরাচলন্ত ট্রেনের ছাদে সবাই জবুথবু হয়ে শুয়ে-বসে থাকেন। কেউ একটু দাঁড়ালেও ভয় থাকে বৈদ্যুতিক তার কিংবা গাছের ডালের সঙ্গে আঘাতের।  

ট্রেনের ছাদে বাড়ি ফেরাট্রেনের ছাদে বসে খোলা আকাশের নিচে প্রখর রৌদ থেকে বাঁচতে অনেকেই ছাতা, গামছা কিংবা খবরের কাগজ ব্যবহার করেন।  

ট্রেনের ছাদে বাড়ি ফেরাপ্রতিবছর ঈদে এরকম ঝুঁকিপূর্ণ যাত্রায় কোনো না কোনো প্রাণ ঝরে যাওয়ার খবর হলেও যাত্রীদের এ ধরনের ভ্রমণ থেকে ঠেকানো যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।