ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিচার

ঈদের আগে কর্মচঞ্চল কেরানীগঞ্জের ডকইয়ার্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
ঈদের আগে কর্মচঞ্চল কেরানীগঞ্জের ডকইয়ার্ড ছবি: কাশেম হারুন- বাংলানিউজ

ঢাকা: বুড়িগঙ্গার কাছাকাছি যেতেই শোনা যায় লোহা-লক্কড়ের ‘ঠুং ঠাং’ শব্দ। পাড়ে গিয়ে চোখে পড়ে, ঘষা-মাজা চলছে নৌযানগুলোতে।

ছবি: কাশেম হারুন- বাংলানিউজ
কোনোটাতে আগুনের ফুলকি উঠিয়ে ঝালাই দেওয়া হচ্ছে, আবার কোনোটাতে লোহার পাতের মরচে ঘষে বাহারি রঙের প্রলেপ দিচ্ছে।
ছবি: কাশেম হারুন- বাংলানিউজ
পবিত্র ঈদুল ফিতরে রাজধানী ঢাকা থেকে গ্রামের বাড়ি অভিমুখে নৌপথে জনস্রোত নামবে।

বোঝা যায়, এই ঈদকে সামনে রেখেই এমন ব্যস্ততা কেরাণীগঞ্জের এই ডকইয়ার্ডগুলোতে।
ছবি: কাশেম হারুন- বাংলানিউজ
ঘুরে দেখা যায়, কর্মব্যস্ত পরিবেশ। শ্রমিক-মালিক সবাই ব্যস্ত। যেন কারো সঙ্গেই কথা বলার ফুরসত নেই।
ছবি: কাশেম হারুন- বাংলানিউজ
মাত্র যে ৭-৮ দিন বাকি ঈদের। দু’চার দিন পর থেকেই শুরু হবে ঈদযাত্রা। এরমধ্যেই যে লঞ্চগুলো মেরামত করে ঘাটে নামাতে হবে।
ছবি: কাশেম হারুন- বাংলানিউজ
এই নৌযানে শুরু হবে নাড়ির টানে বাড়ি ফেরার যাত্রা।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুন, ১৯, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।