ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিচার

মাত্র ৬ বছর বয়সে ডিজে হয়ে বিশ্বরেকর্ড (ভিডিও)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
মাত্র ৬ বছর বয়সে ডিজে হয়ে বিশ্বরেকর্ড (ভিডিও) মাত্র ৬ বছর বয়সে ডিজে হয়ে বিশ্বরেকর্ড

ঢাকা: মাত্রই এলিমেন্টারি স্কুল শুরু করেছে জাপানের ইটসুকি মোরিতা। কিন্তু এর মধ্যেই ছোট্ট বাবুটি নাম লিখিয়ে ফেলেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের পাতায়।

বয়স মাত্র ৬ বছর ১শ ১১৪ দিনে ইটসুকি জাপানের একটি রেস্টুরেন্ট ও বারে আধ ঘণ্টা গান বাজিয়ে রেকর্ডটি নিজের করে নিলো।

সেদিন সে পেশাদার পাইওনিয়ার এক্সডিজে এইআরও ডেকসে বেশ কয়েকটি গান বাজায়।

শ্রোতা হিসেবে ছিলো নিয়মিত ওই রেস্টুরেন্টে আসা ঘরভর্তি  লোকজন।

কেন সে ডিজে হতে চাইল, সে প্রশ্ন রাখতে গিনেজ রেকর্ডধারী ইটসুকির বক্তব্য, আমি দেখতাম ডিজেরা গান বাজালে মানুষ নাচতে শুরু করে। এটা দেখতে আমার ভালো লাগে।
মাত্র ৬ বছর বয়সে ডিজে হয়ে বিশ্বরেকর্ড
ডিজে হওয়া ছাড়াও সে ড্রাম বাজাতে খুব ভালোবাসে। মায়ের এক বন্ধুর কাছে সে প্রথম ড্রাম বাজাতে শেখে।

ডিজে হিসেবে সে মিক্সচার রক ডিস্কো ও রক মিউজিক বাজাতে পছন্দ করে। তার প্রিয় ডিজে অ্যাভিচি।

এইটুকু বয়সে গিনেজ আর ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে তার ধারণা থাকার কথা নয়। তবু রেকর্ডের কথা জিজ্ঞেস করাতে সে বলে, সবাই বলছে এটা খুব বড় ব্যাপার, তাই আমারও ভালো লাগছে।

বাংলাদেশ সময়: ০৫৫১ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।