ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ফিচার

ইতিহাসে এই দিন

গিন্সবার্গের জন্ম ও মোহাম্মদ আলীর প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুন ২, ২০১৭
গিন্সবার্গের জন্ম ও মোহাম্মদ আলীর প্রয়াণ গিন্সবার্গের জন্ম ও মোহাম্মদ আলীর প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩ জুন ২০১৭, শনিবার। ২০ জ্যৈষ্ঠ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৬৬৫ - ডিউক অব ইয়র্ক জেমস স্টুয়ার্ট ওলন্দাজ নৌ-রণতরীকে পরাজিত করেন।
•    ১৯৮৪ - ভারত সরকার শিখদের পবিত্র হরমন্দির সাহিব দখলের জন্য অপারেশন ব্লু স্টার শুরু করে; এটি ৮ জুন পর্যন্ত পরিচালিত হয়।
•    ১৯৮৯ - চীনের বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে বিক্ষোভরত গণতন্ত্রকামীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে সেনাবাহিনী। গণতন্ত্রের দাবিতে ১৫ এপ্রিল থেকে এখানে ছাত্রবিক্ষোভ শুরু হয়। ১৩ মে এ আন্দোলন গণবিক্ষোভে রূপ নেয়। সরকার এই অনশনকারীদের প্রতিবিপ্লবী আখ্যা দিয়ে দমনের জন্য সশস্ত্র বাহিনী পাঠায়। তাদের নির্বিচার হত্যাযজ্ঞে তিয়েনআনমেন স্কয়ার পরিণত হয় মৃত্যুপুরীতে। ৪ জুন একপ্রকারের দাঙ্গার মধ্য দিয়ে আন্দোলনের সমাপ্তি হয়। ওই দিনটি দিবস হিসেবে চীনের মূল ভূখণ্ডে প্রকাশ্যে পালন করতে দেওয়া না হলেও প্রতিবছরই বিশ্বব্যাপী এ দিবস পালন করে আসছে গণতন্ত্রকামীরা।
•    ২০০০ - মন্টেনিগ্রো স্বাধীনতা ঘোষণা করে।

ব্যক্তি
•    ১৯০৮ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি শহীদ বিপ্লবী গোপাল সেনগুপ্তের মৃত্যু।
•    ১৯২৪ - জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক ফ্রান্‌ৎস কাফক‍ার মৃত্যু।
•    ১৯২৬ - বাঙালির স্বাধীনতা আন্দোলনের অকৃত্রিম বন্ধু মার্কিন কবি ও লেখক অ্যালেন গিন্সবার্গের জন্ম। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশি শরণার্থী শিবিরগুলো ঘুরে তার লেখা কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ বাঙালি জাতির সংগ্রামের স্মারক হয়ে থাকবে অনন্তকাল। তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে তার বন্ধু বব ডিলান ও অন্যদের সহায়তায় এই কবিতাটিকে গানে রূপ দিয়েছিলেন। কনসার্টে এই গান গেয়ে তারা বাংলাদেশি শরণার্থীদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করেছিলেন গিন্সবার্গ।
•    ১৯৮৬ - স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালের জন্ম।  
•    ১৯৩১ - কিউবার সাবেক প্রেসিডেন্ট সমাজবাদী বিপ্লবী ফিদেল কাস্ত্রোর ভাই বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর জন্ম।
•    ১৯৮৯ - ইরান বিপ্লবের প্রধান নেতা আয়াতুল্লাহ (রুহুল্লাহ) খোমেনীর প্রয়াণ। ১৯৭৯ সালের বিপ্লবে নেতৃত্বদানকারী খোমেনী জন্মেছিলেন ১৯০২ সালের ২৪ সেপ্টেম্বর।
•    ২০১৬ - যুক্তরাষ্ট্রের কিংবদন্তি  মুষ্টিযোদ্ধা (বক্সার) মোহাম্মদ আলীর মৃত্যু। তিনি জন্মেছিলেন ১৯৪২ সালের ১৭ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।