ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

মানবদেহে প্রথম ইনসুলিন দেওয়া হয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
মানবদেহে প্রথম ইনসুলিন দেওয়া হয় ছবি প্রতীকী

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জী মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।


১১ জানুয়ারি, ২০১৭, বুধবার। ২৮ পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা

•    ১৬১৩-মোগল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।
•    ১৬৯৩-ইতালির কাতনিয়ায় ভূমিকম্পে ৬০ হাজার লোকের মৃত্যু হয়।
•    ১৭৮২-সিংহলের ত্রিংকোমালির কাছে ব্রিটিশের কাছে ডাচ বাহিনী আত্মসমর্পণ করে।
•    ১৮৪৬-নন্দকুমার কবিরত্নের সম্পাদনায় পাক্ষিক ‘নিত্য ধর্মানুরঞ্জিতা’ পত্রিকা প্রকাশিত হয়।
•    ১৯৭২-বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করে। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়।
•    ১৯২২-মানবদেহে ডায়াবেটিস রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার।  

জন্ম
•    ১৮৪২ – উইলিয়াম জেম্‌স, মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।
•    ১৮৭৩- হিব্রু কবি হাইম বিয়ালিক।
১৯৩৪ – টোনি হোর, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।
•    ১৯৩৮ – মীর শওকত আলী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

মৃত্যু
•    ১৭৬২-ফরাসি ভাস্কর লুই ফ্রাঁসোয়া রুবিইয়ক।
•    ১৯২৮- ইংরেজ কথাসাহিত্যিক টমাস হার্ডি।
•    ২০০৮- এডমন্ড হিলারি নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী ও অভিযাত্রী।

বাংলাদেশ সময়: ০৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।