ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফিচার

ইতিহাসে এই দিন

পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুর মুক্তি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুর মুক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ছবি: সংগৃহীত)

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জী মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৮ জানুয়ারি, ২০১৭, রোববার। ২৫ পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৯১৮ - যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে উল্লিখিত চৌদ্দ দফার ওপর ভিত্তি করে জার্মানি অস্ত্রসংবরণে সম্মত হয়।
•    ১৯৭২ - পাকিস্তানের কারাগার থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দান, লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।
 
ব্যক্তি
•    ১৯০৯ - ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও শিশুসাহিত্যিক আশাপূর্ণা দেবীর জন্ম।
•    ১৯৩৫ - কিংবদন্তিতুল্য যুক্তরাষ্ট্রের রক সংগীতশিল্পী এলভিস প্রেসলির জন্ম।
•    ১৯৪২ - বিশ্বের সমকালীন সেরা বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জন্ম।
•    ২০১৩ - প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ নির্মল সেনের প্রয়াণ।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।